Sunday, April 17, 2011

নববর্ষ

এক ঝাঁক পাখি শুধু বাঁক ফেরে আকাশের গায়ে
ভুবনেশ্বরী ওঠে আরেকবার জমাট বাঁধে কাজলাদিঘি মেঘ,
আড়মোড়া ভেঙ্গে ওঠে মহাবাহু শুনে নেয় ভূতনাথের গান
পড়ন্ত রোদ্দুর এসে শেষবার জানিয়ে যায় কুর্নিশ আহবান।

গুয়াহাটির গা বেয়ে লুটিয়ে পড়ে লুইতরঙা পাড়
নিয়ন আলো ঘিরে ধরে সন্ধ্যারতির কামাখ্যা পাহাড়
নীরবতার চাদর ওড়ে, আকাশ থেকে সন্ধ্যাপরী নামে
বৈশাখের প্রথম দিনে প্রেম ভাসে নিজস্ব বয়ানে.........





Thursday, April 14, 2011

বর্ষশেষ

ধুলোমাখা পাতাগুলি একে একে ঝরে যায় সকালবেলায়
দমকা শুকনো বাতাস এলোমেলো করে দেয় স্তুপাকৃত স্মৃতি
আচমকা ধূসর থেকে সবুজ হয় বরাইল পাহাড়
লামডিং স্টেশনের বেঞ্চে অপেক্ষা করে বিদায়ী প্রকৃতি।



Thursday, April 7, 2011

কিছু না বলা কথার গল্প.........।।:                ভেদহীন ...

ভেদহীন

কবিতা তোকে টেপ্লাগুরির কপিলিতে ভাসিয়ে
তুলে নেব আজুরির ব্রিজের ওপাশ থেকে,
কালো জলে তোর বুকে ঝরে যাবে শিউলি তারাগুলো
একটি একটি করে সেই খসে যাওয়া তারা নিয়ে আমি
অতীতের উদয়পথ ধরে
'৬১-এর শিলচরে,'৮৩-র নেলিতে
'০১-এর ধেমাজিতে আর '০৮-এর গুয়াহাটিতে
আরো আরো যেখানে যেখানে থাকবে লালছোপ...


একটি করে রেখে আসব

তুই সব জলরঙের করে দিস ভাই......

ভেদহীন

               ভেদহীন

কবিতা তোকে টেপ্লাগুরির কপিলিতে ভাসিয়ে
তুলে নেব আজুরির ব্রিজের ওপাশ থেকে,
কালো জলে তোর বুকে ঝরে যাবে শিউলি তারাগুলো
একটি একটি করে সেই খসে যাওয়া তারা নিয়ে আমি
অতীতের উদয়পথ ধরে
'৬০-এর শিলচরে,'৮৩-র নেলিতে
'০১-এর ধেমাজিতে আর '০৮-এর গুয়াহাটিতে
আরো আরো যেখানে যেখানে থাকবে লালছোপ...


একটি করে রেখে আসব

তুই সব জলরঙের করে দিস ভাই......