Sunday, April 17, 2011

নববর্ষ

এক ঝাঁক পাখি শুধু বাঁক ফেরে আকাশের গায়ে
ভুবনেশ্বরী ওঠে আরেকবার জমাট বাঁধে কাজলাদিঘি মেঘ,
আড়মোড়া ভেঙ্গে ওঠে মহাবাহু শুনে নেয় ভূতনাথের গান
পড়ন্ত রোদ্দুর এসে শেষবার জানিয়ে যায় কুর্নিশ আহবান।

গুয়াহাটির গা বেয়ে লুটিয়ে পড়ে লুইতরঙা পাড়
নিয়ন আলো ঘিরে ধরে সন্ধ্যারতির কামাখ্যা পাহাড়
নীরবতার চাদর ওড়ে, আকাশ থেকে সন্ধ্যাপরী নামে
বৈশাখের প্রথম দিনে প্রেম ভাসে নিজস্ব বয়ানে.........





No comments:

Post a Comment