Sunday, June 4, 2017

পরজীবী

পরজীবী-১
বাড়ন্ত রাতে শহরের বুক নিংড়ে উঠে আসে একতারার ধুন  /  ঈশ্বরীয় বেদী ঘিরে অমৃতের বিনিময়ে চিতার আগুন / চিতার আগুনে হোম! এও হয়, বিচক্ষন জানে / ঊর্ণনাভ মুক্তি খোঁজে, সমারূঢ় শব্দজাল বুনে ।

পরজীবী-২
নীরবতারও নিজস্ব বেদনা আছে।
খানিক আগেই যে দাঁড়কাক এসেছিল
কোকিলের সাজে / তার লোভ ভাগাড়ের উচ্ছিষ্টের দিকে ।
দল ভারি হলে তবে নেমে আসে ঈশ্বরীয় হাত ,
সুযোগসন্ধানী জানে কখন কোথায় তাহার খুলবে বরাত।

Sunday, January 15, 2017

বনসাই

বনসাই
দীর্ঘকায় শরীর নেই, তবু নিশ্চিতআশ্রয়,

আরেকদিন সূর্য ঢেকে , ছায়া নেমে এলে 
ভরলুর পশ্চিমাকাশে 
আবিররঙা প্রজাপতি ওড়ে।

ঠাম্মি বলতেন, প্রেম কাছে এলে নাকি 
চারদিকে ভাসতে থাকে রঙিন প্রজাপতি।

আমার কোনো প্রেম নেই,
হতেও নেই বলে
নিদান দিয়েছেন তুতেনখামেন!!

আফ্রোদিতিরা ভাসমান কচুরিপানা, 
জঞ্জাল হয়ে পড়ে আছে ব্রহ্মপুত্রের চরে।

এখন সময় বুঝি নিবিড় ভাবনার
জঞ্জাল সাফাইয়ে শুধু মন দিতে হবে।