Sunday, January 15, 2017

বনসাই

বনসাই
দীর্ঘকায় শরীর নেই, তবু নিশ্চিতআশ্রয়,

আরেকদিন সূর্য ঢেকে , ছায়া নেমে এলে 
ভরলুর পশ্চিমাকাশে 
আবিররঙা প্রজাপতি ওড়ে।

ঠাম্মি বলতেন, প্রেম কাছে এলে নাকি 
চারদিকে ভাসতে থাকে রঙিন প্রজাপতি।

আমার কোনো প্রেম নেই,
হতেও নেই বলে
নিদান দিয়েছেন তুতেনখামেন!!

আফ্রোদিতিরা ভাসমান কচুরিপানা, 
জঞ্জাল হয়ে পড়ে আছে ব্রহ্মপুত্রের চরে।

এখন সময় বুঝি নিবিড় ভাবনার
জঞ্জাল সাফাইয়ে শুধু মন দিতে হবে।