Sunday, June 4, 2017

পরজীবী

পরজীবী-১
বাড়ন্ত রাতে শহরের বুক নিংড়ে উঠে আসে একতারার ধুন  /  ঈশ্বরীয় বেদী ঘিরে অমৃতের বিনিময়ে চিতার আগুন / চিতার আগুনে হোম! এও হয়, বিচক্ষন জানে / ঊর্ণনাভ মুক্তি খোঁজে, সমারূঢ় শব্দজাল বুনে ।

পরজীবী-২
নীরবতারও নিজস্ব বেদনা আছে।
খানিক আগেই যে দাঁড়কাক এসেছিল
কোকিলের সাজে / তার লোভ ভাগাড়ের উচ্ছিষ্টের দিকে ।
দল ভারি হলে তবে নেমে আসে ঈশ্বরীয় হাত ,
সুযোগসন্ধানী জানে কখন কোথায় তাহার খুলবে বরাত।

No comments:

Post a Comment