Monday, January 16, 2017

কোলাহল

কোলাহল মোরগটা বড্ড ডেকে উঠছে আজকাল অগুন্তিবার, অহরহ , মঞ্চে ও নিরালায়, পুলকের শেষাংশ কিংবা সংগমের শীৎকার যার সংগে তুলনীয়। এ যন্ত্রণার চিৎকার নয় মোরগের নেই কোনো প্রসববেদনা

Saturday, January 14, 2017

বনসাই

বনসাই
দীর্ঘকায় শরীর নেই, তবু নিশ্চিতআশ্রয়,

আরেকদিন সূর্য ঢেকে , ছায়া নেমে এলে 
ভরলুর পশ্চিমাকাশে 
আবিররঙা প্রজাপতি ওড়ে।

ঠাম্মি বলতেন, প্রেম কাছে এলে নাকি 
চারদিকে ভাসতে থাকে রঙিন প্রজাপতি।

আমার কোনো প্রেম নেই,
হতেও নেই বলে
নিদান দিয়েছেন তুতেনখামেন!!

আফ্রোদিতিরা ভাসমান কচুরিপানা, 
জঞ্জাল হয়ে পড়ে আছে ব্রহ্মপুত্রের চরে।

এখন সময় বুঝি নিবিড় ভাবনার
জঞ্জাল সাফাইয়ে শুধু মন দিতে হবে।

Sunday, April 17, 2011

নবর্বষ

এক ঝাঁক পাখি শুধু বাঁক ফেরে আকাশের গায়ে
ভুবনেশ্বরী ওঠে আরেকবার জমাট বাঁধে কাজলাদিঘি মেঘ,
আড়মোড়া ভেঙ্গে ওঠে মহাবাহু শুনে নেয় ভূতনাথের গান
পড়ন্ত রোদ্দুর এসে শেষবার জানিয়ে যায় কুর্নিশ আহবান।

গুয়াহাটির গা বেয়ে লুটিয়ে পড়ে লুইতরঙা পাড়
নিয়ন আলো ঘিরে ধরে সন্ধ্যারতির কামাখ্যা পাহাড়
নীরবতার চাদর ওড়ে, আকাশ থেকে সন্ধ্যাপরী নামে
বৈশাখের প্রথম দিনে প্রেম ভাসে নিজস্ব বয়ানে.........

Wednesday, April 13, 2011

বর্ষশেষ

ধুলোমাখা পাতাগুলি একে একে ঝরে যায় সকালবেলায়
দমকা শুকনো বাতাস এলোমেলো করে দেয় স্তুপাকৃত স্মৃতি
আচমকা ধূসর থেকে সবুজ হয় বরাইল পাহাড়
লামডিং স্টেশনের বেঞ্চে অপেক্ষা করে বিদায়ী প্রকৃতি।Wednesday, April 6, 2011

               ভেদহীন

কবিতা তোকে টেপ্লাগুরির কপিলিতে ভাসিয়ে
তুলে নেব আজুরির ব্রিজের ওপাশ থেকে,
কালো জলে তোর বুকে ঝরে যাবে শিউলি তারাগুলো
একটি একটি করে সেই খসে যাওয়া তারা নিয়ে আমি
অতীতের উদয়পথ ধরে
'৬০-এর শিলচরে,'৮৩-র নেলিতে
'০১-এর ধেমাজিতে আর '০৮-এর গুয়াহাটিতে
আরো আরো যেখানে যেখানে থাকবে লালছোপ...


একটি করে রেখে আসব

তুই সব জলরঙের করে দিস ভাই......

উপন্যাসের তত্ত্ব নিয়ে আমরা বাখতিনের থেকে খুব বেশি দূর এগোতে পেরেছি বলে মনে হয় না । যদিও আমার মনে হয় আমাদের অনেক পথ চলে আসা উচিত ছিল। আপনাদের কী মনে হয়......।।