বাইশে শ্রাবণের ভাবনা
সঞ্জয় ভট্টাচার্য
ফুটপাত জুড়ে হাঁটছেন রবীন্দ্রনাথ
ঝরে পড়ছে অজস্র রূপালি বৃষ্টিফোঁটা।
বাঙালির দুটোই জাতীয় তিথি,
পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ।
যজ্ঞের সমিধে নেই চন্দন আর এরণ্ডার ভেদ
আগুনে পোড়া হলে সব ঔদ্ধত্যই নশ্বর ও নির্মেদ।
মাতৃভাষার দহন হলে হৃদয়ে সবুজ শিখা জ্বলে
গোলামির অহং শুধু টেনে নেয় গভীরে, অতলে।
মেরুদন্ড সোজা রাখার শিক্ষাটাই একমাত্র চাই
সেটা বন্ধক দেবার পর আর বাঁচার উপায় নাই।
No comments:
Post a Comment